সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর এলাকায় এক অসহায় দিনমজুর ব্যাক্তির বসত ঘর বিক্রি করতে প্রভাবশালী সন্ত্রাসীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, জাফলং মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন থেকে জমি ক্রয় করে ঘর নির্মাণ করে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন এক ইলেকট্রশিয়ান শাহজাহান রাজু। বর্তমানে ওই বাড়িতে সে একটি সন্ত্রসী বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। সন্ত্রসীরা বিভিন্ন ভাবে তাকে এবং তার পরিবারকে হয়রানি করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে ওই সন্ত্রাসীরা।
গত মঙ্গলবার রাজু ঘর এবং জমি বিক্রি করার জন্য লোক নিয়ে যান। ওই সময় প্রভাবশালী সন্ত্রাসীরা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তিনি তাদের ভয়ে কোন প্রতিবাদ করেননি।
এই প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর কবল থেকে রক্ষা পেকে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্থক্ষেপ কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd