বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশ এক বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান ওরফে আবদুল হামিদ, প্রকাশ ইলিয়াস (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের সাঙ্গীরাই গ্রামের সৈয়দ সুজন মিয়ার ছেলে। (২৪ নভেম্বর) রবিবার রাত সাড়ে ৮টায় তাকে সিলেট শহরের জিন্দাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই পরিমল চন্দ্র শীলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও ওয়ারেন্ডভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এরই মধ্যে একটি মামলা আদালত তাকে এক বছরের সাঁজা ও অপর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিল। তাঁর একাধিক নাম রয়েছে বলে পুলিশ জানায়।
সাঁজা ও ওয়ারেন্ডভুক্ত আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।