সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরী থেকে চোরাই মোটরসাইকেলসহ এক চোরকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। রোববার (২৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞার দিকনির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ নগরীর মিরাবাজার আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ওই মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেন। এ সময় একটি ১২৫ সিসি গ্ল্যামার মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আহাদ আহমদ নায়েদ (২৫)। তিনি সিলেটের শাহপরান থানাধীন দত্তগ্রাম (কালটিলা) এলাকার বাসিন্দা ও মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে নগরীর মিরাবাজার (আগপাড়া, মৌসুমী-১০৪) এলাকায় বসবাস করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd