সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন এলাকায় ইসরাত ট্রেডার্সে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণে এ দোকানের সাঁটার উড়ে যায় বলে জানা গেছে।
তবে দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারের প্রায় সবক’টিই অক্ষত ছিল। এসব সিলিন্ডারেও যদি বিস্ফোরণ ঘটতো, তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন এলাকায় ইসরাত ট্রেডার্সের বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই দোকানে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায়। এছাড়া দোকানের সাঁটারও উড়ে যায়। পার্শ্ববর্তী একটি দোকানের সাঁটারও ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের লিডার জসিম উদ্দিন জানান, বিস্ফোরণে ওই দোকানের সাঁটার উড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ‘সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে ধোঁয়া বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
ইসরাত ট্রেডার্স নামক দোকানের গ্যাস সিলিন্ডার ব্যবসার অনুমতি (লাইসেন্স) আছে কিনা, তা জানাতে পারেননি ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd