সড়ক দুর্ঘটনায় এসএসআইসহ ২ ডিবি পুলিশ নিহত

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

সড়ক দুর্ঘটনায় এসএসআইসহ ২ ডিবি পুলিশ নিহত

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই বাশির ও ডিবির সদস্য মনির মারা গেছেন। উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম শামছুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় মাদকের কারবারিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এএসআই বাশির ও সদস্য মনির মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। আগ্রাদ্বিগুণ বাজারে পৌঁছার আগেই ওই বাজার এলাকায় রাতের অন্ধকার ও কুয়াশায় রাস্তা ঠিক মত দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ডিবির সদস্য মনির মারা যান।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এএসআই বাশিরকে আহত অবস্থায় পত্নীতলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশিরকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..