কোম্পানীগঞ্জে ১১টি লিষ্টার মেশিনসহ যন্ত্রাংশ ধ্বংস

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

কোম্পানীগঞ্জে ১১টি লিষ্টার মেশিনসহ যন্ত্রাংশ ধ্বংস

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যের অভিযানে অবৈধ ভাবে টিলা কাটা ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি লিষ্টর বোমা মেশিন এবং পাথর পরিবহনে ব্যবহৃত ৭টি ট্রাক্টর চাকা ফোটা করা হয়।

Manual3 Ad Code

এসময় লিষ্টার বোমা মেশিনের কাজে ব্যবহৃত ১৫০০ ফিট পাইপ নষ্ট করা হয়। বৃহস্পতিবার  সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় আগে টের পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সুমন  আচার্য্যের নেতৃতে অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করে। নতুন ইউএনও কোম্পানীগঞ্জে আসার পর শাহ আরেফিন টিলায় পাথর খেকোরা পাথর উত্তোলনের চেষ্টা করলে তাৎক্ষনিক ইউএনও সুমন  আচার্য্যের অভিযানে পাথর খেকোদের পরিকল্পনা ভেস্তে যায়।

Manual5 Ad Code

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, কোন ভাবেই পরিবেশ ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। যখনই অবৈধ ভাবে পাথর উত্তোলনের চেষ্টা চালানো করবে সাথে সাথে অভিযান চালানো হবে। এছাড়াও কোয়ারী এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে বলে জানান তিনি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..