সিলেটে বিয়ে ভেঙে যাওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

সিলেটে বিয়ে ভেঙে যাওয়ায় গৃহকর্মীর আত্মহত্যা

Manual3 Ad Code

সিলেটে বিয়ে ভেঙে যাওয়ার হতাশায় আক্তার মুন্নী (২২) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন। বুধবার নগরীর আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার মুন্নী সুনামগঞ্জের আব্দুল মান্নানের মেয়ে। তিনি আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ এর আপ্তাব উদ্দিনের বাসায় দুই বছর যাবত কাজ করতেন।

Manual6 Ad Code

এসব তথ্য নিশ্চিত করে গৃহকর্তার বরাত দিয়ে এসএমপির বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে খাওয়া-দাওয়া করে প্রতিদিনের ন্যায় মুন্নী তার শয়নকক্ষে ঘুমাতে যান। এরপর সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেন।

Manual7 Ad Code

সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মুন্নীর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মুন্নীর লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, গত কয়েকদিন আগে মুন্নীর পরিবারের লোকজন তাকে বিয়ে দেয়ার জন্য বাড়িতে নিয়ে যায়। পরে বিয়ে ভেঙে যাওয়ায় মুন্নীকে আবার আপ্তাব উদ্দিনের বাসায় পাঠানো হয়।

Manual1 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ে ভেঙে যাওয়ার হতাশায় মুন্নী আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদনেও কোনো কিছু নেই। মুন্নীর ভাই ও মামার সঙ্গে কথা বলেছি, তারা বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আপাতত তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান ওসি শাহাদাত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..