জৈন্তাপুরে রাস্তা কাজের টাকা আত্মসাৎ করতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

জৈন্তাপুরে রাস্তা কাজের টাকা আত্মসাৎ করতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুরে রাস্তা উন্নয়ন কাজের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় আ’লীগ নেতা ও সাবেক চারিকাটা ইউপি সদস্য আঞ্চাগ্রামের লুৎফুর রহমানের পূত্র রাহেল আহমদ’র বিরুদ্ধে দুলালের অভিযোগ।

Manual7 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রকল্প সভাপতি ইমরান আহমদ দুলাল।

Manual3 Ad Code

এর আগে দুলালের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১০জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী। অভিযুক্ত ইমরান আহমদ দুলাল বরাদ্দকৃত টি. আর প্রকল্পের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা চারিকাটা নিবাসী আবুল হোসেনের পুত্র। অভিযোগকারীরা হলেন, একই ইউনিয়নের এবাদুর রহমান, সওকত আলী, ফরিদ আহমদ, লিয়াকত আলী, ফয়েজ আহমদ, কামাল আহমদ, কাওসার আহমদ, হারুনুর রশীদ, আব্দুস সাত্তার, মুফাজ্জিল আলী, রাহেল আহমদ। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপির ২৩২ সিলেট-৪ এর ২০১৮-১৯ অর্থবছরের ২য় পর্যায়ে বিশেষ বরাদ্দ টি. আর প্রকল্প ইটাখাল ছাতকির বাড়ির সামনা হইতে আঞ্জাগ্রাম জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ সিসি ঢালাইয়ের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। টি. আর প্রকল্পের সভাপতি হওয়ার সুবাদে ইউনিয়নের আবুল হোসেনের পুত্র ইমরান আহমদ দুলাল ৬০ হাজার টাকা উত্তোলন করেন। উক্ত টাকা আত্মসাত করে তিনি প্রকল্প কাজে ৬০টাকা কাজে লাগাননি। এব্যাপারে ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলকে বিষয়টি অবগত করা হয়। পরে দুলালকে ডাকা হলে তিনি এর সঠিক জবাব দিতে পারেননি। এরপর স্থানীরা বরাদ্ধকৃত টাকা আত্মসাতকারী দুলালে বিরুদ্ধে এলকায় বিক্ষোভ করেন।

Manual8 Ad Code

অভিযোগে ইমরান আহমদ দুলাল উল্লেখ করেন- তিনি প্রকল্পের সভাপতি হিসাবে যথাসময়ে ইটাখাল ছাতকির বাড়ীর সামন হইতে আঞ্চাগ্রাম জামে মসজিদ পর্যন্ত রাস্তা সিসি ঢালাইয়ের কাজ শুরু করেন। কাজ চলাকালীন অবস্তায় রাহেল আহমদ তার লোকজন নিয়ে প্রকল্পের সভাপতির কাছে চাঁদাদাবি করেন। সভাপতি দাবিকৃত চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে রাহেল আহমদ কাজ বন্ধ করার হুমকি প্রদান করেন।

পরে দুলাল নিজেকে রক্ষ করতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আ’লীগ নেতা ও সাবেক চারিকাটা ইউপি সদস্য রাহেল আহমদ’র বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..