যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন সিলেটি আফসানা

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন সিলেটি আফসানা

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পূর্ব লন্ড‌নের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে ‌লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলা‌দেশি বংশোদ্ভূত আফসানা বেগম। এ আসনটি বাংলাদেশি অধ্যু‌ষিত সংসদীয় আসন।

Manual5 Ad Code

রোববার (২৭ অক্টোবর) রা‌তে লেবার পার্টির সদস্যদের সরাস‌রি ভো‌টে জি‌তে ম‌নোনয়ন নি‌শ্চিত ক‌রেন তিনি। লেবার পার্টি ৫৩০ সদস্য ভোট দেন। ভো‌টে আফসানা জয়ী হ‌লেও তি‌নি কত ভোট পে‌য়ে‌ছেন তা জানা‌য়নি লেবার পা‌র্টি।

Manual2 Ad Code

১৯৯৭ সাল থে‌কে এ আসন‌টি লেবার পার্টির দখ‌লে র‌য়ে‌ছে। লেবার পার্টির দুর্গ খ্যাত এ আসন থে‌কে ম‌নোনয়ন নি‌শ্চিত হওয়ায় আসন্ন নির্বাচ‌নে আফসানার বিজয় অনেকটা নি‌শ্চিত বলে ম‌নে কর‌ছেন স্থানীয়রা।

আফসানা বেগম বলেন, ম‌নোনয়ন যু‌দ্ধে তার প্রতিদ্বন্দী আামিনা আলী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি সবার সহ‌যোগিতা নি‌য়ে মানু‌ষের পা‌শে থে‌কে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, আফসানার গ্রা‌মের বাড়ী সুনামগ‌ঞ্জের জগন্নাথপুরের পৌর শহরের ইনাতনগর এলাকায়। তার বাবা ম‌নির উদ্দীন টাওয়ার হ্যাম‌লেটস কাউ‌ন্সি‌লের সিরিম‌নিয়াল মেয়র ছি‌লেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..