আজিজ ভাইয়ের বাড়িতে মিললো ক্যাসিনো, মাদক ও সিসা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

আজিজ ভাইয়ের বাড়িতে মিললো ক্যাসিনো, মাদক ও সিসা

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তার বাসায় ক্যাসিনো সামগ্রী, মাদক ও সিসা পাওয়া গেছে।

রোববার বিকাল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ওই বাড়িতে এ অভিযান শুরু হয়।

অধিদফতরের সহকারী পরিচালক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলছে, প্রাথমিকভাবে ক্যাসিনো সামগ্রী এবং মদ, বিয়ার, সিসা পাওয়া গেছে।

Manual3 Ad Code

অধিদফতরের আরেক কর্মকর্তা জানান, একই হোল্ডিং এ পাশাপাশি দুটি ভবনে অভিযান চালানো হচ্ছে। একটি ভবনের ছাদের এক কোনে ক্যাসিনো সামগ্রী, আরেক ভবনের চার তলার একটি কক্ষে বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে।

Manual2 Ad Code

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার নাম এসেছিল। শেয়ার কেলেঙ্কারির এক মামলায় গত বছর আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..