সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিউজপোর্টাল ক্রাইম সিলেট ডটকম এ “সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে গত ১৯/১০/১৯ খ্রিঃ তারিখে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট এর বিভিন্ন নিবন্ধিত যুব সংগঠনের নেতৃবৃন্দ। ২৬/১০/২০১৯ খ্রিঃ তারিখে এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
৬৬টি নিবন্ধিত যুব সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের পক্ষে ফোরামের সভাপতি মোঃ আফিকুর রহমান আফিক ও সাধারণ সম্পাদক মোঃ আশফাক আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, শেফা ফেরদৌস, আসমা উল হাসনা ও শামসুন নাহার পুষ্প এর মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় যুব উন্নয়ন অধিদপ্তরকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে গত ২৬ অক্টোবর এক জরুরী সভা হতে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
প্রকৃত অর্থে সংবাদটি যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তা সংবাদের শিরোনামেই প্রমাণ হয়। শিরোনামে যে ৩ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে তন্মধ্যে আফিকুর রহমান আফিক কোন কর্মকর্তা নন। অভিযোগে ডিডি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নাম-পদবী ভুলভাবে প্রকাশ করা হয়েছে।
প্রকৃতপক্ষে অভিযোগকারী শেফা ফেরদৌস এর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সংক্রান্ত কোন প্রকল্প নেই।
তিনি ভুয়া তথ্য দিয়ে জাতীয় যুব পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। যা প্রাথমিক পুরস্কার বাছাই কমিটি কর্তৃক সরেজমিনে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই ভিত্তিহীন কল্পকাহিনী প্রচার করা হয়েছে। এ ধরনের মনগড়া, অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য সম্বলিত সংবাদ প্রচারের ফলে যুব উন্নয়ন অধিদপ্তর, আত্মকর্মী যুব ও যুব সংগঠকদের মাধ্যমে বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে বাঁধা সৃষ্টি হচ্ছে।
সৎ ও দক্ষ অফিসারদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, যা দুঃখজনক। সিলেটের বিভিন্ন যুব সংগঠনের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd