সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
সিলেট জেলার শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) হিসেবে পুরস্কৃত হয়েছেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তার হাতে এ পুরস্কার তুলে দেন।
সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি) ফাল্গুনী পুরকায়স্থ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট জেলা পরিষদ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন- সিলেট পুলিশ সুপার (পদোন্নতি) ঈমাম মোহাম্মদ শাদিদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পুলিশ লাইন্স মসজিদের ঈমাম মাওলানা আবু তালেব, গীতা পাঠ করেন এএসআই রুপক আচার্য্য।
এ সময় জেলার পুলিশিং ডে’র শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হওয়া গোয়াইনঘাট থানার পুলিশ অফিসার যিশু দত্ত’র হাতে সম্মাননা তোলে দেন অতিথিবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd