দালালমুক্ত শিল্পী সমিতি চাই: পপি

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

দালালমুক্ত শিল্পী সমিতি চাই: পপি

Manual2 Ad Code

শিল্পী সমিতির কাজ হবে শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা। যারাই নির্বাচিত হোক না কেনো আমি স্বাগত জানাবো। চাইবো যেনো শিল্পী সমিতি সবদিক থেকে দালাল মুক্ত থাকে।’ কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি।

Manual2 Ad Code

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে এফডিসিতে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট এসে গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

Manual4 Ad Code

নিরাপত্তা নিয়ে পপি বলেন, ‌‘আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেয়ারা আমি সমর্থন জানাই। তারাও কষ্ট করছে যাতে করে পরিবেশটা সুন্দর থাকে। তবে নিরাপত্তা যেনো মাত্রাতিরিক্ত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ এখানে বাইরের কেউ নেই, আমরা আমরাই। সবাই এক পরিবার।’

যারা নির্বাচিত হবেন তাদের উদ্দেশে কী বার্তা থাকবে- এমন প্রশ্ন করলে পপি বলেন, ‘নির্বাচিতরা হবে সকল শিল্পীদের প্রতিনিধি। তাদের মাধ্যমে সব ধরনের শিল্পীদের আশার সঞ্চার হবে। এখানে কে ছোট, বড়, ধনী, গরিব, দুঃস্থ এসব ভাবা যাবে না। শিল্পী শিল্পীই। এখন একজন শিল্পীকে আপনি সাহায্য করে সেটা আবার ফেসবুকে ছবি সহ পোস্ট করবেন তাহলে শিল্পীর কদরটা কোথায় গেলো? আমি চাইবো এসব বিষয় যেনো পরিহার করা হয়।’

Manual1 Ad Code

নতুন নির্বাচিতদের পাশে থেকে কাজ করবেন জানিয়ে পপি বলেন, ‘আমার কারো প্রতি রাগ বা ক্ষোভ নেই। সবাই আমার কাছে সমান। নির্বাচিতদের পাশে থেকে কাজ করতে চাই। হয়তো আমি অপরাধ মানতে পারিনা, সত্যতা মুখ ফসকে বলে ফেলি এটা অনেকের কাছে সমস্যার কারণ হয়ে থাকতে পারে।’

উল্লেখ্য, এফডিসির ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। শিল্পীরা একজন একজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..