সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
মানি লন্ডারিংসহ বিদেশে অর্থপাচার অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা মেলায় সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর এই চিঠি পাঠিয়েছে দুদক।
অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে।
চিঠিতে জানানো হয়, দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়টি দুদকের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ারও তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, বুধবার (২৩ অক্টোবর) ক্যাসিনো ব্যবসার সাথে সম্পৃক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও হুইপ সামশুল হক চৌধুরীসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চিঠি দিয়েছিল দুদক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd