সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯
জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তাকে বহিষ্কার করেন।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সরকারি কর্মচারী শৃংখলা বিধিমালা ২০১৮ এর ৪/৩(ঘ) ধারা মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং সেই সাথে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে তার অফিসের নারী অফিস সহায়কের অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এঘটনায় জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠলে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ে ওএসডি করা হয়। ওই দিনই ঘটনা তদন্তে মন্ত্রী পরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd