রাতারগুল ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

রাতারগুল ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার

Manual4 Ad Code

এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ জলারবন রাতারগুল ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি সোমবার দুপুর দেড়টায় রাতারগুল সোয়াম ফরেষ্ট এলাকার চৌরাঙ্গী নৌকা ঘাটে উপস্থিত হন। প্রায় দুই ঘন্টা  নৌকা যোগে রাতারগুল জলারবন পুরো এলাকা ঘুরে দেখেন। কিছু সময় রাতারগুল জলারবনের শুকনো অংশে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

Manual2 Ad Code

পরে তিনি রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাতারগুল সোয়াম ফরেষ্ট এলাকার সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমের জন্য সহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানান তিনি।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র এমবেসির কন্ট্রোল অফিসার এনি সিরমান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস.এম সাজ্জাদ হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ট্যুারিষ্ট পুলিশের ইন্সপেক্টর আব্দুন নুর রুহেল, সারি রেঞ্জের রেঞ্জার মো. সাদ উদ্দিন আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার ইসমাইল আলী, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, কোষাধ্যক্ষ ফখর উদ্দিন, সদস্য রহিম উদ্দিন, আরব আলী, মহিলা সদস্য বাসন্তি রানী সরকার প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..