সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আসন্ন সম্মেলন (কংগ্রেস) প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব।
রোববার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর অনুষ্ঠেয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব। তারাই এখন থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
ওবায়দুল কাদের আরও জানান, যুবলীগ করার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ৫৫ বছর বয়সীরা যুবলীগে থাকতে পারবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd