ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিসিক মেয়র আরিফ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিসিক মেয়র আরিফ

Manual6 Ad Code

অল্পের জন্যে ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকা ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু’ঘন্টা রানওয়েতে রেখেই এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্টা করেন। পুরোটা সময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান। পরে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

এ তথ্য নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, এখন মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সফরসঙ্গীরা সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। শুক্রবার বিকেলে অন্য একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..