কানাইঘাট থানা পুলিশের হাতে আবরো ভারতীয় ১১টি গরু আটক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

কানাইঘাট থানা পুলিশের হাতে আবরো ভারতীয় ১১টি গরু আটক

Manual2 Ad Code

সিলেটের কানাইঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত আন্দুর মুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়া আসা আরো ১১টি গরু আটক করেছে। কানাইঘাটের কিছু সীমান্ত এলাকা দিয়ে বিচ্ছিন্ন ভাবে ভারত থেকে আসা গরু-মহিষ আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

গত মঙ্গলবার ভোর রাতে আরো ১১টি গরু দিঘীরপার ইউপির সুরমা নদীর ঘাট এলাকা থেকে পুলিশ আটক করে। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন পুলিশ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিচ্ছিন্ন ভাবে সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী চক্র কর্তৃক নিয়ে আসা গরু আটক অভিযান করে আসছে।

জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাতে আন্দুর মুখ বাজার এলাকা থেকে বড় ধরনের ১১টি ষাড় গরু অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির সহ একদল পুলিশ আটক করেন। বর্তমানে গত মঙ্গল ও বৃহস্পতিবার পুলিশ কর্তৃক আটকৃত গরুগুলি থানায় রাখা হয়েছে। আটকৃত গরু গুলোর বাজার মূল্য অনুমানিক ১৩ লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..