সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই থানার এসি রদবদল করা হয়েছে। কতোয়ালী থানার নতুন এসি হিসেবে নির্মলেন্দু চক্রবর্তী আর দক্ষিণ সুরমা থানায় নতুন এসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইসমাইল।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার নির্দেশে তাদের দুজনকে রদবদল করা হয়।
এর আগে নির্মলেন্দু চক্রবর্তী সিলেট মহানগর আদালতের সহকারী কমিশনার (প্রসিকিউশন) হিসেবে এক বছর দায়িত্ব পালন করার পর মোগলাবাজার থানায় এসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে বদলি করা হয় দক্ষিণ সুরমা থানায়। দক্ষিণ সুরমা থানায় দেড় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করার পর তাকে কোতোয়ালী থানায় বদলি করা হয়।
তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
অপরদিকে কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ইসমাইলকে দক্ষিণ সুরমা থানায় বদলী করা হয়েছে। একই দিনে তাকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd