সাংবাদিকরা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন: পুলিশ সুপার

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

সাংবাদিকরা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন: পুলিশ সুপার

Manual2 Ad Code

সিলেটের পুলিশ সুপার মো.ফরিদ উদ্দিন বলেছেন, সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে সাাংবাদিকরা অপরাধ প্রতিরোধে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখেন। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন তারা।

জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে নিয়ে আয়োজিত সুহ্রদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

পুুলিশ সুপার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ গ্রহন করা সিলেট অনলাইন প্রেসক্লাবের বিরাট সফলতা।

Manual8 Ad Code

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী।

ক্লাবের সহ-সভাপতি গুলজার আহমদ হেলালের পরিচালনায় এতে সংবর্ধিত সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ বক্তব্য রাখেন। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম।

Manual6 Ad Code

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফুর রহমান, সিলেট জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক(এডমিন) এনামুল হক, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..