সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে আরআরএফ,সিলেট কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর সমাপনী খেলা মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট(এসপি) মোঃ মাহমুদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ সিলেট জেলা পুলিশ ও আরআরএফ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় হবিগঞ্জ জেলা পুলিশ ও আরআরএফ, সিলেট অংশগ্রহণ করে। খেলায় আরআরএফ, সিলেট ২৫-১৪ ও ২৫-১৯ স্কোরে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে ২০১৯ সালের চ্যাম্পিয়ন হবার শ্রেষ্ঠত্ব অর্জন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ তাদেরকে আরো উজ্জীবিত করবে বলে আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি খেলাধুলায় অসামান্য অবদানের জন্য সাফ গেমসে পুলিশের কাবাডিতে রৌপ্য ও বক্সিং এ স্বর্ন পদক প্রাপ্তির উদাহরন তুলে ধরেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd