সিলেটের বাউল গানকে নিয়ে কথিত পিংকির অশ্লীল কথাবার্তা

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

সিলেটের বাউল গানকে নিয়ে কথিত পিংকির অশ্লীল কথাবার্তা

Manual4 Ad Code

সিলেটের এক কথিত নামধারী বাউল শিল্পী নাম তার উদাসী পিংকির বিরুদ্ধে রোববার ক্রাইম সিলেটে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর নামধারী বাউল শিল্পী ‘সিংগার উদাসী পিংক ‘ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে বাউলদের নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন।

Manual3 Ad Code

কথার প্রসঙ্গে সে উল্লেখ করে বর্তমান বাউল আর নেই, এখন ইতা দেহ ব্যবসা। এমনকি তিনি আরও বলেন, শত শত জামাই ধরে এবং দেহ ব্যবসা করে।

Manual3 Ad Code

এমনকি সিলেটের বাউল জগতের এক অভিবাবকের নামও উল্লেখ করে, এবং বার বার বলেন সিলেটের বাউল জগতের এই অভিবাবকের নামে অশ্লীল মন্তব্য করেন। বিভিন্ন জনের নামও উল্লেখ করেন। এমনকি পিংকি ও তার স্বামী মিলে লাইভে হুমকিও দেন। পিংকি নিজেকে সিলেটের একমাত্র শিল্পী হিসাবে দাবি করে।লাইভের শেষের দিকে পিংকি বলেন লেখে কিছু পারলে করি লাক। আমার কিছু আসে যায়না।

এই লাইভে পরিস্কার হয়ে গেল- নামধারী বাউল শিল্পী নাম তার উদাসী পিংকি স্বামী মান্নানকে তালাক না দিয়ে বিশ্বনাথের তাজ উদ্দিনের সাথে সংসার করছেন।

Manual3 Ad Code

পিংকির কতো বিয়ে কাবিননামাসহ বিস্তারিত আসছে—

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..