অসহায় নারীদের পাশে থাকতে চান হিজড়া পিংকী

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

অসহায় নারীদের পাশে থাকতে চান হিজড়া পিংকী

Manual3 Ad Code

পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন দেশের প্রথম তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি সাদিয়া আখতার পিংকী।

Manual5 Ad Code

৩৭ বছর বয়সী পিংকী কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০ বছর আগে বাবাকে হারিয়েছেন।

Manual6 Ad Code

তিনি কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। দুই ভাই ও দুই বোনের মধ্যে সাদিয়া আখতার পিংকী সবার ছোট। তার বড় দুই ভাই কৃষি কাজ করেন। তিনি বড় বোন ও মাকে নিয়ে কোটচাঁদপুর শহরের বলুহর স্ট্যান্ড এলাকায় থাকেন।

বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের সঙ্গে।

ভাইস-চেয়ারম্যান হিসেবে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় পিংকী বলেন, আল্লাহর কাছে হাজার শোকর। আমার অনেক ভালো লাগছে। আমার এই জয় কোটচাঁদপুর উপজেলাবাসীর।

তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান দেশে আপনিই প্রথম, বিষয়টা কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো লাগছে। দেখুন, আমি একজন মহিলা। ওই পরিচয়টা দিতে চাই না।

রাজনীতিতে আসার বিষয়ে পিংকী বলেন, ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ আমার পছন্দ। ১০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। আর ৩ বছর যাবৎ কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।

জয়ী হলেন, জনগণের জন্য কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গরিব ও অসহায় নারীদের পাশে থাকতে চাই। এ ছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান কাজ।

Manual7 Ad Code

পিংকী আরও বলেন, কোটচাঁদপুরের জনগণ যা চাইবে, সেটাই আমার ভবিষ্যৎ।

উল্লেখ্য, পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কোটচাঁদপুর থেকে ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..