নগরীর সোবহানীঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

নগরীর সোবহানীঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual5 Ad Code

সিলেট নগরীর সোবহানীঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual3 Ad Code

শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সোবহানীঘাট সাকিনস্থ হোটেল ইষ্টার্ন গেইটের সামনে থেকে তাদেও গ্রেপ্তার করা হয়। এসময় তাদেও কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জ থানাধীন পীরনগর গ্রামের মৃত আব্দুল খালেক’র ছেলে (বর্তমান- উপশহর ৩নং রোডের ৭১নং বাসা) মো: কবির আহমেদ (৩৮) ও এয়ারপোর্ট থানাধীন নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানা এলাকার কুশালপুর গ্রামের রতীন্দ্র সরকারের ছেলে (বর্তমান- সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার সুবিদ বাজারস্থ লন্ডনী রোড) মনিন্দ্র সরকার জনিক (২৭)।

Manual4 Ad Code

শনিবার রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে সিলেট নগরীর সোবহানীঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামীদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..