সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে যুব- সমাজের বিকল্প নেই: আব্দুল হাকিম

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে যুব- সমাজের বিকল্প নেই: আব্দুল হাকিম

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে যুব- সমাজের বিকল্প নেই। আমাদের দেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। যুবকেরা উদ্যোগ নিলে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সময়ের ব্যাপার মাত্র।

তিনি শুক্রবার বিকাল তিনটায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ঐতিহাসিক পরগনা বাজার মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরগনা বাজার শিক্ষা ও জনকল্যাণ পরিষদের আহবায়ক ছওয়াব আলী সাজুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদ সদস্য মো রফিকুল ইসলাম শাহপরান বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণ থাকতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট নূর আহমদ, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সমাজ সেবক আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবুল কালাম, নাজমুল হক, কবির হোসেন, রুবেল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য মো: রফিকুল ইসলাম শাহপরান পরগনা বাজার শিক্ষা ও জনকল্যাণ পরিষদকে ১ লাখ টাকা এবং পরগণা বাজার মাদরাসার উন্নয়নের জন্য ১ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়া এডভোকেট নূর আহমদ ও এডভোকেট শাহজাহান সিদ্দিকী ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..