জিন্দাবাজারে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

জিন্দাবাজারে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন

Manual5 Ad Code

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টে এক সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ক্যাম্পেইনপুর্ব সভায় সভাপতিত্ব করেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, টিআই নিকিল জীবন চাকমা।

Manual7 Ad Code

Manual5 Ad Code

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে পেতে নিসচার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি চালকদের রাজপথে গাড়ি চালানো ও পথচারীদের ফুটপাত দিয়ে চলাচলের জন্য আহ্বান জানান। দলমত নির্বিশেষে সকলকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন মানার আহ্বান জানান। তিনি নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানিয়ে বলেন, উনার অক্লান্ত প্রচেষ্টায় দেশে আজ নিরাপদ সড়কের দাবিতে জনগণ এক কাতারে এসে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে অবশ্যই একদিন সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, ডা. মনির চৌধুরী, আহসান হাবিব, ইফতেখার হোসেন সুহেল, আব্দুল হাসিব, আব্দুল আজিজ, ইফতেখার হোসেন সুহেল, নুর কালাম প্রমুখ।
পথসভা শেষে সদস্যরা প্রায় ২ ঘন্টাব্যাপী জিন্দাবাজার পয়েন্টে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন। এসময় তারা রাস্তার বাম লেন খোলা রাখেন, মটর সাইকেল চালকদের যারা হেলমেট পড়েননি তাদেরকে হেলমেট পরার আহ্বান জানান। এসময় মাইকের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যান।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..