সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাওঁ নওয়াগাওঁ উচ্চবিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর জনৈক শিক্ষার্থীকে নিয়ে এক বখাটে গত ৪ দিন থেকে উধাও রয়েছে। এ ব্যাপারে জনৈক শিক্ষার্থীর মা বাদী হয়ে গত শুক্রবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
নিখোঁজ ওই শিক্ষার্থীর মা জানান, তার মেয়ে দশগাওঁ নওয়াগাওঁ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৯ম শ্রেণীতে পড়ে। প্রতিদিনের ন্যায় গত ২ অক্টোবর (বুধবার) বিদ্যালয়ে যাওয়ার পথে নন্দীরগাওঁ ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের ইসমাইল আলীর ছেলে বখাটে বাবলু মিয়া জোরপূর্বক ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তারা অনেক জায়গায় তার সন্ধান করে কোথাও পাননি।
অপর দিকে ওই শিক্ষার্থীর বাবা ও বড় ভাই সৌদি আরব প্রবাসী তাদের একমাত্র মেয়ে ও বোনের অপহরণের ঘটনার খবরে চরমভাবে ভেঙে পড়েছেন। তারা মোবাইল ফোনে এলাকার গন্যমান্য ব্যক্তবর্গের সাথে যোগাযোগ করে মেয়েকে উদ্ধারের জন্য সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ বলেন, নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শুক্রবার গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. বাছেদ মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থী ও বখাটে বাবলু মিয়াকে উদ্ধারে পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd