সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
সিলেটের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. প্রেমানন্দ মণ্ডল। মঙ্গলবার (১ অক্টোবর) নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ সিভিল সার্জনের হাতে দায়িত্বভার অর্পণ করে প্রাক্তন সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
এদিকে এতদিন ধরে সিলেটের সিভিল সার্জনের দায়িত্ব পালন করে আসা ডা. হিমাংশু লাল রায়কে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদের দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেটের সিভিল সার্জন পদে নতুন দায়িত্ব পাওয়া ডা. প্রেমানন্দ মণ্ডল আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরে কর্মরত ছিলেন।
এদিকে সিভিল সার্জনের দায়িত্ব হস্তান্তরকালে অন্যান্যের উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন, ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd