সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনীরা ন্যান্সি । মুহাম্মদ শহিদুর রহমান এর কথায় ‘ধীরে ধীরে’ শিরোনামের ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন ন্যান্সি এবং নবাগত শিল্পী ইউসুফ রিয়াদ।
এন এইচ সিহানের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা। গতকাল ধানমন্ডির স্টুডিও জয়া’তে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে
ন্যান্সি বলেন, ‘অমি সবসময় নতুন শিল্পীদের সহযোগিতা করার চেষ্টা করেছি। নতুনরা আমাকে সম্মান করেন সেই সম্মান আমিও তাদেরকে দেয়ার চেষ্টা করি।এছাড়া নতুন শিল্পী বিষয় না আমার কাছে, আগে আমি দেখি গানটা কেমন, এর পরে আমি সিদ্ধান্ত নেই গানটা গাইবো কি না।গানটি নিয়ে রাজন সাহা বলেন, ন্যান্সির গানের প্রতি শ্রদ্ধা বোধ দেখে আমি মুগ্ধ।
ন্যান্সি কে নিয়ে একটা কথা বলবো, বাংলাদেশের গানের আকাশে ন্যান্সি একটি শুকতারার নাম । আশা করি সামনে আরো কাজ হবে ন্যান্সির সাথে।
পিক্সোলাইটের ব্যানারে বিগবাজেটের মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই ভারতের কলকাতা এবং সিকিমের মনোরম লোকেশনে ধারন করা হবে।
প্রতিষ্ঠানটির কর্নধার সৈয়দ শাহরিয়ার জানান, আমি মিউজিক ভিডিওটি নিয়ে খুবই আশাবাদী। আশা করছি কাজটি ভাল হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd