সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামীগ, বিএনপি যা পারেনি আওয়ামীলীগ সেটা করে দেখিয়েছে, সেজন্য বিএনপির উচিত আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।
বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নিতি, চাঁদাবাজিসহ মাধক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেইনি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুন বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো।
সেই সাথে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমুলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd