সুনামগঞ্জে নৌকাডুবি, ১০ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

সুনামগঞ্জে নৌকাডুবি, ১০ জনের লাশ উদ্ধার

Manual6 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

বুধবার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের কসমা বিলে থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকাবাসী চার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে। বুধবার ভোরে একই বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন- উপজেলার চরনারচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের একই পরিবারের আফজালের ২ ছেলে আসাদ (০৬), সোহান (০২) ও তার স্ত্রী আজিরুন (৩০) এবং মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামিম (০২), বদরুলের প্রতিবন্ধী ছেলে আবির (০৩), পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (০২), মাছিমপুরের জাসদের মেয়ে শান্তা বেগম, মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রহিতুন নেসা (৩৫), চনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের নজিবুল্লাহর স্ত্রী করিমা বেগম (৭০) ও মাসিমপুর গ্রামের আরজ আলীর মেয়ে তাসমিনা (১১)।

Manual2 Ad Code

বুধবার ভোরে বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ১২টার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে গ্রামের হাবলু মিয়ার পরিবারের লোকজন পার্শ্ববর্তী চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে ফিরোজ মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

Manual5 Ad Code

মঙ্গলবার বিকালে তারা ছাউনিবিহীন খোলা ইঞ্জিনচালিত ট্রলারে মাছিমপুর থেকে পেরুয়া গ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রলারে ৩১ যাত্রী ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মাছিমপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাইল্যাকুটার করমা বিলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

Manual8 Ad Code

আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে অন্যদের উদ্ধার করেন। এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ১২টার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ট্রলারডুবিতে ছয় শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

দিরাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..