সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত দায়িত্বশীল ও সকল সদস্য ছাড়াও গোয়াইনঘাট প্রেসক্লাবের সহযোগী সদস্য অর্থাৎ যাদের (বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কতৃক সত্যায়িত) নিয়োগ পত্র এবং আইডি কার্ড আছে ঐসব সংবাদকর্মী ব্যথিত।
গোয়াইনঘাটে নামসর্বস্ব অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী নিধনে শিগগিরই অভিযানে নামছে পুলিশ। বিশস্ত সূত্রে জানাযায় সম্প্রতি সময়ে গোয়াইনঘাটে নামসর্বস্ব বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলের আইডি কার্ডধারী অর্ধশতাধিক সংবাদকর্মী ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। নামসর্বস্ব পত্রিকার আইডি কার্ড ব্যাবহার করে প্রকৃত সংবাদকর্মীদের নানা জটিলতাসহ হয়রানির শিকার হচ্ছে।
এছাড়া প্রশাসনের গৃহীত কার্যক্রমে বাধা সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে। সামগ্রিক দিক বিবেচনা করে গোয়াইনঘাট পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রনের উদ্দোগ নিয়েছেন। তাই প্রকৃত সংবাদকর্মী ভাই ও বোনেরা অনূ্গ্রহ করে এদেরকে আইন বাস্তবায়কারী সংস্থার সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ ক্রমে : এম এ মতিন, সভাপতি গোয়াইনঘাট প্রেসক্লাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd