সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
সুনামগঞ্জে তরিব উল্লাহ হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামির মৃত্যুদন্ড ও অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।,
নিহত তরিব উল্লাহ তাহিরপুর উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে ও পেশায় বালু পরিবহন শ্রমিক ছিলেন।,
সোমবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামির নাম আব্দুন নূর (৩৮) ওরফে আব্দুল। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের শিমুলতলা গ্রামের প্রায়ত ইউপি সদস্য মৃত গুলে ফরমুজ ওরফে ইঞ্জিল মেম্বারের ছেলে। তাকে অনধিক ২০ হাজার টাকা অর্থদন্ড’র দেয়া হয়।
মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিমুলতলা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আক্রম আলীর ছেলে হাবিবুর রহমান(৪৫), আব্দুল মান্নানের ছেলে(বরখাস্তকৃত সরকারি খাদ্য গুদাম কর্মচারি) মো. ইদ্রিছ মিয়া (৪৭), গুলে ফরমুজের ছেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুন নুরের সহোদর শাহানূর মিয়া (৪১)।,
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড’র রায় প্রদান করেন বিচারক ।
মামলায় আসামিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও অব. শিক্ষক মো. বজলুর রহমান ও চা বিক্রেতা তানজু মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
সোমবার আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে প্রতিবেশী দুই পরিবারের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার শিমুলতলা গ্রামের বালু পরিবহন শ্রমিক তরিব উল্লাহর বাড়ির সামনে তার উপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় আব্দুন নূর ওরফে আবদুল ও তার অপরাপর সহযোগীরা।,
তরিব উল্লাহকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে ওই রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় পরিদিন ২২ এপ্রিল নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সোমবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসলী(পিপি) অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী রায় প্রদানের এ তথ্য নিশ্চিত করেন।,
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd