মাত্র ৩০০ মিটার সড়কের জন্য দুই উপজেলাবাসি চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন। ৬৬ বছরেও বিশ্বনাথ আরএইচডি শ্বাসরাম কুরুয়াবাজার সড়ক পাকাকরণ সম্পন্ন হয়নি আজও। এখনও বিশ্বনাথের ভৌগলিক অবস্থানে প্রায় ৩০০ মিটার রাস্তা রয়েছে কাচা। অল্প জায়গাটুকু পাকাকরণ না হওয়ায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও দুই উপজেলার জনসাধারণ চলাচল করেন মারাত্বক কষ্টে।
অনুসন্ধানে জানাগেছে, বিশ্বনাথে সবচেয়ে পুরনো রাস্তা হচ্ছে বিশ্বনাথ আরএইচডি শ্বসরাম-কুরুয়াবাজার সড়ক। ১৯৫৩ সালে মুক্তিযুদ্ধের সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর পিতা বাহাদুর মফিজুর রহমান মাটি কাটা কাজের উদ্বোধনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বিশ্বনাথ আরএইচডি শ্বাসরাম-কুরুয়াবাজার সড়ক। বিভিন্ন সরকারের আমলে অল্প অল্প করে সড়ক পাকাকরণের কাজ হয়। দু:খজনক হলেও সত্য আজ পর্যন্ত সড়কের পাকাকরণের কাজ সম্পন্ন হয়নি।
শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আব্দুর কাইয়ুম শাকি বলেন, খুবই কষ্ট করে আমাদেরকে বিদ্যালয়ে আসতে হয়। অসমাপ্ত কাজ সমাপ্ত হলে মানুষ উপকৃত হবে। তিনি জরুরী ভিত্তিতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন।
শিক্ষার্থী এমদাদুর রহমান বলেন, আমরা খুব কষ্ট করে স্কুল, কলেজে যাই। আমাদের প্রাণের দাবি দ্রুত অসমাপ্ত কাজ সমাপ্ত করে আমাদের দুর্ভোগ লাগবে বর্তমান সরকার এগিয়ে আসবেন।
কৃষক আব্দুল কদ্দুছ বলেন, আমরা অবহেলিত। আমরা সামান্য জায়গা নিয়ে বিপাকে। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি জরুরী ভিত্তিতে আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে আমাদের দুর্ভোগ লাঘব করতে।
তরুণ সমাজকর্মী মো. কছির আলী বলেন, অল্প জায়গা পাকাকরণ না হওয়ায় দুই উপজেলাবাসি সড়ক দিয়ে চলাচল করছেন সীমাহীন কষ্ট করে। তিনি দ্রুত বিশ্বনাথ আরএইচডি শ্বাসরাম-কুরুয়াবাজার সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দুই উপজেলার দুর্ভোগ লাঘব করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানান।
স্থানীয় মুরব্বী নুরুল হক লেচু মোল্লা বলেন, সবচেয়ে পুরাতন এই রাস্তাটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এক কিলোমিটার, আধা কিলোমিটার করে পাকা করালেও বর্তমানে তিনশত মিটার কাচা রাস্তা রয়ে গেছে। সামান্য রাস্তা পাকা না হওয়ায় আমরা সারা বছর দুর্ভোগ পোহাচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন এই রাস্তার জন্য এলাকার মানুষ সবচেয়ে বেশী দূর্ভোগ পোহাচ্ছে। আমি চেষ্টা করছি এটির অসম্পুর্ন রাস্তাটি সম্পূর্ন করার জন্য।
উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ ভুইয়া বলেন, বিশ্বনাথ আরএইচডি শ্বাসরাম-কুরুয়াবাজার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির অসমাপ্ত কাজ সমাপ্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এব্যাপারে আমাদের নজর আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া বলেন, ইনশাআল্লাহ সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আমি বিষয়টি গুরুত্বসহকারে উপজেলা প্রকৌশলীকে বলব।
Sharing is caring!