সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দেলোয়ার হোসেন। তিনি ক্লিনিকে বিভিন্ন কৌশলে অনিয়মিত রয়েছেন বলে সিলেটের বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক লড়েছে কতৃপক্ষের। শনিবার ২১ সেপ্টেম্বর লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকে তদন্তে যান সিলেট সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়। তিনি দেলোয়ার হুোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় তদন্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ এনাম ওয়ালিদ জানান, সিলেটের সিভিল সার্জন স্যার লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকে তদন্তে জন্য পরিদর্শনে যান। সিএইচসিপি দেলোয়ার হুসাইনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। কতৃপক্ষ বিষটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
উল্লেখ্য: কৌশলে দেলোয়ার হুসেন বিভিন্ন সময়ে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন। তিনি মাস শেষে নিয়মিত বেতন ভাতা গ্রহণ করছেন। এমন অভিযোগ সংবাদ কর্মীরা জানতে পারে। পরে গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকে সংবাদ কর্মীরা অভিযোগের বিষয়ে সরোজমিনে তদন্ত করতে ক্লিনিকে হাজির হন। এসময় গণমাধ্যম কর্মীরা ক্লিনিকে দেলোয়ার হুসেনকে তার কর্মস্থলে পাওয়া যায় নি। এ সময় উপস্থিত থাকা স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুস ছবুরের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি একাই ক্লিনিকে রোগীদের সেবা প্রদান করছেন। দেলোয়ার হুসেন কোথায় প্রশ্ন করা করা হলে আব্দুস ছবুর জানান তিনি আজ ক্লিনিকে আসেন নাই। সূত্র জানায় বৃহস্পতিবার তিনি ক্লিনিকে অনুপস্থিত থেকে সারাদিন তিনি খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় ছিলেন। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কৌশলে ক্লিনিক ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন সময়ে তার অন্যান্য কাজে সময় দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd