সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দেলোয়ার হোসেন ক্লিনিকে অনিয়মিত রয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি ক্লিনিকে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা গ্রহণ করছেন। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী শতাধিক রোগী। যদি উপর মহল থেকে কোন তদন্ত আসে তাহলে কৌশলে ওই নিয়মিত অফিস করে।
গত (১৮ সেপ্টেম্বর) বুধবার লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিক পরিধর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছাইদ এনাম ওই সময় দেলোয়ার নিজে উপস্থিত ছিলেন।
জানা গেছে- সি.এইচ.সি.পি দেলোয়ার হুসাইন শনিবার থেকে বৃহস্পতিবার অফিসে ডিউটি করার কথা থাকলেও তিনি বেশির ভাগ সময় উনার নিজের কাজে ব্যয় করেন। বৃহস্পতিবার সরেজমিনে লক্ষিপাশা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুস ছবুর তিনি একাই ক্লিনিকে রোগীদের সেবা প্রদান করছেন। প্রশ্ন করলে আব্দুস ছবুর বলেন, সি.এইচ.সি.পি দেলোয়ার হুসাইন অফিসে আসছেন না।
সিলেট সদর উপজেলা সাহেবের বাজার এলাকার মৃত ছয়দুল হকের ছেলে দেলোয়ার হুসাইন তিনি ক্লিনিকে চাকুরির পাশাপাশি তার এলাকায় বেশির ভাগ সময় কাটান। বৃহস্পতিবার অফিস না করে তার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে সময় দিচ্ছেন।
সি.এইচ.সি.পি দেলোয়ার হুসাইনের কাছে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে কোন সদউত্তর না দিয়ে প্রতিবেদকের বাড়ির ঠিকানা জানতে চান। এমনি তিনি বলেন- বর্তমানে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসফাক আহমদের সাথে আছেন কিন্তু উনার কর্মস্থলে নেই।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছাইদ এনাম বলেন- দেলোয়ার হুসাইনের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। তবে আমি দেখবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
সিলেট সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার জানা নেই তবে খোজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এবং রোববার তিনি নিজেই ক্লিনিকে পরিদর্শন করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd