সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় করিম আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ও টুকেরবাজার খেয়াঘাট সংলগ্নে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিল আহমদ (১৭) নামে আরেক যুবক মারা গেছেন।
অটোরিকশার ধাক্কায় নিহত শিশুটি খাগাইল গ্রামের আব্দুল আহাদের ছেলে করিম আহমদ (৫)।
বুধবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী শিশু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে সিলেট ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচর্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে- টুকেরবাজার খেয়াঘাট সংলগ্নে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবক মারা গেছেন।
নিহত ব্যক্তি সাকিল আহমদ (১৭)। সে টুকেরবাজার রাজনগর গ্রামের হযরত আলীর পুত্র।
বুধবার বিকালে চারটাদিকে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ স্বপন আহমেদ গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd