‘জনগণের সেবা দেয়ার জন্য আমার দরজা সব সময় খোলা’, এসপি ফরিদ উদ্দিন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

‘জনগণের সেবা দেয়ার জন্য আমার দরজা সব সময় খোলা’, এসপি ফরিদ উদ্দিন

Manual3 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং “সম্প্রসারিত বিট পুলিশিং” কার্যক্রম বিষয়ে জেলা পুলিশ সুপার মো.ফরিদ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভায় গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.ফরিদ উদ্দিন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ করাই আমার মূল লক্ষ্য। সিলেটের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। ভারতীয় তীর ও জুয়া খেলাসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই আপনাদের সকলের সহযোগীতায় সিলেট জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, আপনাদের যে কোন সমস্যায় সব সময় জেলা পুলিশ কে পাশে পাবেন। জনগণের সেবা দেয়ার জন্য আমার দরজা সব সময় খোলা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ , গোয়াইন ঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, থানার ওসি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী, সামছুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, লুৎফুর রহমান, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছয়ফুল আলম আবুল, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, তাজ উদ্দিন, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া রাসেল, সুভাষ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।

Manual2 Ad Code

এর পূর্বে পুলিশ সুপার মো.ফরিদ উদ্দিন গোয়াইনঘাট থানা কম্পাউন্ডের অভ্যন্তরে ফলদ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন, গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বর্ষাকালীন উপকরণ হিসেবে ছাতা ও টর্চলাইট বিতরণ এবং থানা কম্পাউন্ড থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..