আতিয়া মহলে জঙ্গি অভিযান: ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

আতিয়া মহলে জঙ্গি অভিযান: ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

Manual1 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual3 Ad Code

ঘটনার প্রায় ২৯ মাস পর শনিবার দুপুরে সিলেটের মুক্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা আবুল হোসেন।

Manual1 Ad Code

চার্জশিটে জঙ্গি হামলায় নিহত মর্জিনার বোন আর্জিনা (১৯), তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং হাসান (২৬) নামে তিনজনকে অভিযুক্ত করে পিবিআই।

চট্টগ্রামের সিতাকুন্ডে সংঘঠিত একটি জঙ্গি হামলার ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ এই তিন জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

তদন্ত কর্মকর্তা পিপিআই পরিদর্শক আবুল হোসেন জানান, এই তিনজনই জঙ্গিদলের সদস্য। আতিয়া মহলে নিহত ৪ জঙ্গিকে এরাই জঙ্গিবাদে উদ্ভুদ্ধ করে। এছাড়া এতে মোশরফ নামে আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে সে মৌলভীবাজারে জঙ্গিবিরোধী আরেক অভিযানে মারা গেছে।

Manual3 Ad Code

২০১৭ সালের ২৪ মার্চ ভোর থেকে আতিয়া মহলে অভিযান শুরু হয়। এই অভিযানে ৫ দিন পর সফলতার মুখ দেখে সেনাবাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে ওই ভবনে ব্যাপক গোলাগুলি বহু বিস্ফোরণ ঘটে। ওই অভিযানে চার জঙ্গি, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকসহ ১১ ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিস্ফোরণে আহত হয়েছিলেন র‌্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..