সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলির বিষয়টি জানানো হয়।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা ও ওই নারীকে না জানিয়ে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে লাখ লাখ টাকা লেনদেনের করার অভিযোগ উঠেছে ওই ইউএনও’র বিরুদ্ধে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ ইউএনও আসিফকে বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। বর্তমানে তাকে তথ্য-প্রযুক্তি যোগাযোগ বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে সহকারী নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তাকে আগামী রবিবারের মধ্যে ওই পদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করা ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের কাছে বিস্তারিত উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেন তিনি। এরপর বৃহস্পতিবার দেশের কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হলে বদলি করা হয় ইউএনওকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd