সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে ১২৫ পিস ইয়াবাসহ মোগলাবাজার থানার রায়খাইল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮) এবং মজুমদারী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মারুফ আহমদকে (২৯) আটক করা হয়। এ অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সৌমেন দাস, এসআই উত্তম রায় চৌধুরী, এএসআই মো. আজদু মিয়া এবং অন্যান্য ফোর্স।
এদের মধ্যে আসামী আলমগীর হোসেন (২৮) এসএমপির কোতয়ালী মডেল থানার ৩টি, দক্ষিণ সুরমা থানার ৩টি, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ১টি ও সিলেটের গোলাপগঞ্জ থানার ১টি মামলার এজাহারভুক্ত আসামী।
এসআই সৌমেন দাস বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (নং-০৭) করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd