সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯
মৌলভীবাজার- কমলগঞ্জ চাতলাপুর সড়কের গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ৫০ কিলোমিটারে রাস্তায় প্রায় ২০ কিলোমিটার রাম্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ৩০ মিনিটের রাস্তা এখন সোয়া ঘণ্টায় যেতে হয়। অতিরিক্ত সময় ব্যয় আর যানবাহনগুলোর শোচনীয় অবস্থায় সড়কে যাতায়াতকারী জনসাধারণ ভোগান্তি চরমে পৌঁছেছে। গত দুই বছর যাবত মেরামতের দাবি জানানো হলেও মেরামত তো দূরের কথা, সড়কের পুরো অংশই এখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ-শমশেরনগর-মৌলভীবাজার সড়ক ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শমসেরনগর ব্জাার হতে মৌলভীবাজার চৌমুহনী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে দুই বছর ধরেই ইট-সুরকি দিয়ে ভরাট করার চেষ্টা চলছে। তবে বৃষ্টির কারণে আর অত্যধিক যানবাহনের চাপে সড়ক থেকে ইট-সুরকি ছিটকে পড়ছে। চাতলা স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় পণ্য ও মালামাল আমদানি-রপ্তানি ছাড়াও এই সড়কে প্রতিদিন কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার একাংশের হাজারো শিার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ জেলা সদরে আসা-যাওয়া করেন। বৃষ্টির সময় সড়কে পানি জমে গর্ত ভরাট হওয়ার কারণে চালকরা দুর্ঘটনায় পতিত হচ্ছে। নিরাপদে গাড়ি চালাতে চালকদের যেমন সতর্ক থাকতে হচ্ছে, তেমনি যাত্রীরা যানবাহনে সারাণই থাকেন ঝাঁকুনির মধে দীর্র্ঘ দিন ধরে কমলগঞ্জ উপজেলাবাসী রাস্তাটি মেরামত করার দাবী জানিয়ে আসলেও সড়ক ও জনপথ বিভাগ সড়কের উন্নয়নে কোন পদক্ষেপ নিচ্ছে না। এক বছর আগে হতে জনশ্রুতি রয়েছে রাস্তাটি দরপত্র হয়েছে বাস্তবে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ বলছে দরপত্র প্রক্রিয়াধীন। কিন্তু এর আগেই চরম দুভোর্গ পোহাতে হচ্ছে কমলগঞ্জবাসীকে। প্রতিনিয়ত ছোট ছোট দুঘটনায় পতিত হচ্ছে চলাচলকারী সিএনজি ও মোটর সাইকেল।দ্রুত রাস্তাটিকে মেরামত করার দাবী জানিয়েছেন কমলগঞ্জবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd