সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ- আঙ্গারু বাংগালপাড়া গ্রামে জিয়াসমিন খাতুন জেসমিন (১৫) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছে। সে ওই গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে। মৃ’ত্যুর আগে চিরকুটে সে প্রতারক প্রেমিক অনিককে তার মৃ’ত্যুর জন্য দায়ী করে গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু বাংগালপাড়া গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে জিয়াসমিন খাতুন জেসমিনের সাথে একই গ্রামের খোয়াজ সরকারে’র ছেলে অনিকের দির্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল। দুজনের প্রেমের বি’ষয়টি দুই পরিবারেই জানাজানি হলে সবার মতামতের ভিত্তিতে আগামী ১০ সেপ্টেম্বর তাদের বিয়ে ঠিক হয়।
সবকিছু ঠিক ছিল, কিশোরী জেসমিন স্বামী সংসার নিয়ে নানান রকম কল্পনার জগতে বসবাস করছিল। কিন্তু গত শুক্রবার ২৪ আগস্ট প্রেমিক অনিক অন্যত্র বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে। এই খবর পাওয়ার পর থেকেই জেসমিন বিমর্ষ হয়ে পরে, খাওয়া-দাওয়া ঠিকমতো করত না। গতকাল সোমবার সকাল আটটায় সবার অজান্তে ঘরের ডাফের সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহ’ত্যা করে। নি’হত ইয়াসমিন বনগ্রাম হাজী কোরবান আলী উচ্চবিদ্যালয়ে’র ৮ম শ্রেণীর ছাত্রী। এদিকে জেসমিনের আত্মহ’ত্যার খবর তার স্কুলে পৌছালে তার সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি শাহজাদপুর থানা পুলিশ জানতে পেরে ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লা’শটি উদ্ধার করে। এসময় পাশেই একটি চিরকুটে মৃ’ত্যুর আগে জেসমিনের লেখা একটি চিঠি পাওয়া যায়, যেখানে সে তার মৃ’ত্যুর জন্য তার প্রতারক প্রেমিক অনিককে দায়ী করে এবং আরো লেখে যে মরনের পরে অনিক নরকেও সুখে থাকতে পারবে না।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, জেসমিনের লা’শটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ সিরাজগঞ্জে ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে লা’শ পরিবারের কাছে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, নি’হত জেসমিন খাতুন জেসমিন এর পিতা মোঃ ইয়াছিন আলী বাদী হয়ে প্রতারক প্রেমিক অনিক, তার বাবা খোয়াজ সরকার ও তার ভাই ওমর সহ ৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি আত্মহ’ত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছেন। আ’সামিদের গ্রে’ফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd