সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
রাজধানীর গেণ্ডারিয়ায় নিজের শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ।নিহত শিশুর নাম জান্নাত (১)। তার মায়ের নাম সোনিয়া বেগম (২৫)।
মঙ্গলবার সকালে স্বামীবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।
সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।সোনিয়ার স্বামীর নাম আনোয়ার হোসেন। তারা বর্তমানে রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।
আনোয়ার হোসেন জানান, তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সোমবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। ভোরে খবর পেয়ে বাসায় এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মেয়েটি মারা যায়। তিনি বলেন, সিজার করে সন্তান হওয়ার পর থেকে সোনিয়া অসুস্থ ছিল। মানসিকভাবেও সুস্থ ছিল না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। আর তার মা সোনিয়া মেডিসিন ওয়ার্ডের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd