সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
সিলেট নগরের তালতলা থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিলেট নগরের কোতোয়ালী থানাধীন তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতরে উত্তর পাশের দোকান ঘর থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- চান মিয়া (৪৪), পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা- নুর নেহার, সাং খান পুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- বাসা নং ৪০, শিবগঞ্জ, সেনপাড়া, থানা- শাহ পরান (রঃ), মো. ফাহাদ মিয়া (২৭), পিতা- মো. হারিছ আলী, মাতা- আয়শা বেগম, সাং ফতেপুর, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট, মো. রোকন আহমদ (২৮), পিতা- মো. মল্লিক মিয়া, মাতা- মৃত শাহেদা বেগম, সাং- বাটি পাড়া থানা- দিরাই, জেলা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- বাঘাবাড়ী চমির উদ্দিন এর বস্তি, বর্ণমালা সিটি একাডেমির পাশে, থানা- দক্ষিণ সুরমা ,এসএমপি সিলেট,
বিল্লাল মিয়া (৪২), পিতা- আ. হালিম মিয়া, মাতা- মৃত ফজিলত বেগম, সাং-লালাবাজার (অজিত মিয়ার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, টিটু আহমেদ (২৭), পিতা- মৃত ইদ্রিস আলী,মাতা- পারুল বেগম, সাং- বাশতলা, দোয়ারা, থানা- দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা ৬০/বি জল্লার পাড় ইনসান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী এসএমপি সিলেট, মো. শাহিন মিয়া (২৪), পিতা- হানিফ মিয়া ,মাতা- মনি বেগম, সাং- বড় পাড়া, থানা- সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- আলমগির মিয়া বাড়াটিয়া, বড় বাড়ি, আখালিয়া, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট, বাবুল দেব (৩৫), পিতা মৃত বেনু মাতব দেব, মাতা- প্রেম বালা দেব, সাং- খাকাইল শের, থানা- আজমেরীগঞ্জ, জেলা হবিগঞ্জ, বর্তমান ঠিকানা- বাসা নং ৮৬ বিলপাড়, লামাবাজার, থানা- কোতোয়ালী, এসএমপি সিলেট,
সুভাস দে (৩৫), পিতা- সুধীর দে, মাতা- বেনু রানী দে, সাং- কর্ণ গাও, থানা- দিরাই, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- বাসা নং ১০৩, মন্দিরের কলোনি, তারাপুর চা বাগান, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট, কামরুল হক (২৫), পিতা- আলতাবুর রহমান, মাতা- মৃত খায়রুন নেছা, সাং- পাটি ভাগ, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- ৬০/এ জল্লার পাড়, হাজী কলমদর আলীর বাড়ির ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী এসএমপি সিলেট, মো. শাহীন ইসলাম (২২), পিতা- ফকির মিয়া, মাতা- মৃত শাহানা বেগম, বাসা নং ৩৭, ব্লক বি, ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, শামিম আহম্মেদ (২৬), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- রাশেদা বেগম, সাং ফতেপুর (পশ্চিম পাড়া), থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- আতিয়া মহল, শিববাড়ি, থানা দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট,
মো. ইয়াছিন মিয়া (২১), পিতা- আব্দুস সামাদ, মাতা- ময়না বিবি, সাং- উজান গাঁও, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- শ্রমিক, তাজুল ইসলামের কাঁচামালের দোকান, চালিবন্দর, সোবহানী ঘাট, থানা কোতোয়ালী, এসএমপি সিলেট, তারিক আহমেদ (২৭), পিতা- আব্দুল হামিদ,মাতা- আজিবুন নেছা, বাসা নং ১৪৫, ঝালোপাড়া, চাঁদনীঘাট, থানা দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, গৌতম দেব (৪২), পিতা- গপেশ কুমার দেব, মাতা- মায়া রানী দেব, বাসা- সমতা ৯, সাং- চালিবন্দর, সোবহানী ঘাট, থানা কোতোয়ালী, এসএমপি সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd