সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
ঈদের ছুটিতে সিলেট ঘুরতে এসেছিলেন তারা। অনায়াসে জাফলং ও বিছানাকান্দিসহ অনেক এলাকা ঘুরলেন তারা। শুধু তাই নয়, ঘুরাঘুরি শেষে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। পথে মর্মান্তি এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাদের।
শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে কারারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) এবং নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
তিনি জানান, নিহতরা পিকনিক করতে প্রাইভেটকার নিয়ে সিলেটে আসছিলেন। পিকনিক শেষে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে শিবপুরের কারারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাকরুল জানান, শিবপুরের কারার চর এলাকায় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী প্রাইভেটকারটির সংঘর্ষ ঘটে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর তিন জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd