ব্যানার ছাড়াই কানাইঘাটের মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

Manual3 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। বাঙালি জাতি গভীর শ্রদ্ধা আর ভালবাসায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে স্মরণ করেছে। দিবসটি ঘিরে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচী গ্রহণ করলেও কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় অজ্ঞতা আর অবহেলার মধ্য দিয়ে শুধুমাত্র আলোচনা সভা করেই দিবসটি পালন করেছে।

Manual7 Ad Code

৯০ দশকের মতো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে ‘দিবসের নাম ও আলোচনা সভা’ লিখেই দায় সেরেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ে কোন ব্যানার টাঙ্গানো হয়নি, রাখা হয়নি জাতীয় পতাকা অর্ধনমিত। জাতীয় শোক দিবস উপলক্ষে এমন অবহেলাপূর্ণ আলোচনা সভা করায় অভিভাবক মহলেও ক্ষোভ প্রকাশ পেয়েছে। অনেকেই বলছেন- বিদ্যালয়ে কি ব্যানার বানানোর মতো ফান্ড নেই। নাকি বিদ্যালয় কর্তৃপক্ষ অবহেলা করেই ব্যানার ছাড়া ৯০ দশকের মতো ব্ল্যাকবোর্ডে লিখে দিবসটি পালন করেছে।

মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মুহুর্তের মধ্যেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একটি নামি-দামী উচ্চ বিদ্যালয়ে এভাবে দিবসটি পালন করা হবে- তা নিতান্তই বিদ্যালয় কর্তৃপক্ষের অজ্ঞতার শামিল।

এ ব্যাপারে কথা হয় মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান আহমদের সাথে। তিনি সিলেট প্রতিদিনকে বলেন, ওই দিন বন্ধ থাকায় তিনি স্কুলে যাননি। তাই শোক দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

তবে- এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক এহসান এলাহী সিলেট প্রতিদিনকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসুচী গ্রহণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট বিদ্যালয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কর্মময় জীবনের উপর রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাসের শুরু থেকেই নানা ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তাই শোক দিবসের দিন ব্যানার বানানো সম্ভব হয়নি, তড়িঘড়ি করেই অনুষ্ঠানটি করতে হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..