সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
সিলেট মহানগর যুবলীগ নেতা ডা. কলিন্স সিংহ এর মাতা ও বাংলাদেশের মণিপুরী মহিলা কবিদের অগ্রগন্যা এবং বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাবেক সভানেত্রী ও প্রথম মণিপুরী মহিলা কবি এল পদ্মামণি দেবীর ১ম প্রয়াণ দিবস গত ২ আগষ্ট সুবিদবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় কার্যাদি সুসম্পন্ন হয়।
বিশিষ্টজনেরা তাদের স্মৃতিচারনে বলেন এল পদ্মামণি দেবী তিনি সাহিত্য,সমাজ উন্নয়নূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে পিছিয়ে পড়া মণিপুরী মহিলা সমাজকে আলোর মশাল জ্বালিয়ে দিয়েছিলেন মণিপুরী সমাজ আজওবধি কৃতজ্ঞাবোধে স্মরণ করে।
আরো উল্লেখ্য যে,তিনি পরম ধার্মিক মহিলা ছিলেন যার স্মৃতিচারণে ভারতের বৃন্দাবনে ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।
জগন্নাথ জিউ আখড়া মন্দিরপ্রাঙ্গণে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেন সিলেট মণিপুরী পঞ্চায়েত এর ব্যবস্থাকারী এবং বিশিষ্ট পন্ডিত শ্রী বেণুভূষণ ব্যাণার্জী, ধর্মীয় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মণিপুরী পঞ্চায়েত প্রধান থোকচম অনিল কৃষাণ সিংহ, শ্রী পরিমল সিংহ,নরেশ চন্দ্র আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা নিধেন সিংহ, সভাপতি প্রমানন্দ সিংহ,আরো বিভিন্ন অঞ্চল থেকে আগত গণ্যমান্য কীর্তনীয়া ও ভক্তবৃন্দ। কীর্তন পরিশেষে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd