সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসপোর্ট করতে এসে হাতেনাতে আটক হয়েছেন মরিজান (১৮) নামের এক রোহিঙ্গা তরুণী। সাথে তার মা-বাবা সেজে আসা মোখলেছুর রহমান (৫১) ও লিপা বেগমকেও (৩৭) আটক করা হয়। এর মধ্যে মোখলেছুর রহমানের বাড়ি জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে। আর লিপা বেগমের বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশী নাগরিকের জন্মসনদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার আবেদন করতে এলে তাদের আটক করা হয়।
মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্মসনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী হিসেবে উল্লেখ আছে।
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, দুপুরে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কাছে আসে এই রোহিঙ্গা কিশোরী। পাসপোর্ট করার সময় যেন সন্দেহ না করা হয় সেজন্য সাজানো মা-বাবাকেও সঙ্গে নিয়ে আসে সে। কিন্তু তার সাথে কথা বলার সময় ভাষা শুনে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে রোহিঙ্গা নাগরিক। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd